দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজ শহরের প্রাণ কেন্দ্র চক্ বাজারে অবস্থিত। কলেজ টি ১৯৭২ সালে স্থাপিত। উচ্চ মাধ্যমিক শাখায় সংগীত, মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজে সংগীত শাখায় শিক্ষা দান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বি,এ - বি,এস,এস এবং বি,মিউজ (সংগীত) শাখা অধীভূক্ত আছে। বেসরকারী কলেজ হিসাবে একমাত্র দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজ বি,মিউজ (সংগীত) বিভাগে শিক্ষা দান করা হয়। এখান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশের সেবায় নিয়োজিত। সংগীত বিভাগের অনেক ছাত্র-ছাত্রী ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতে সংগীত শাখায় ডিগ্রী অর্জন করেছে। অত্র কলেজ থেকে অনেকে বি, মিউজ ডিগ্রী অর্জন করে দেশের অনেক গুরুত্ব র্পূণ পদে অধিষ্ঠিত আছে। তারা নিরলস ভাবে সুষ্ঠু সংস্কৃতিক র্চ্চায় অবদান রেখে যাচ্ছে।
[[একাদশ শ্রেণিতে ভর্তি ]] একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফরম পূরণ করতে ক্লিক করুন ..... |
দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজ শহরের প্রাণ কেন্দ্র চক্ বাজারে অবস্থিত। কলেজ টি ১৯৭২ সালে স্থাপিত। উচ্চ মাধ্যমিক শাখায় সংগীত, মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজে সংগীত শাখায় শিক্ষা দান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বি,এ - বি,এস,এস এবং বি,মিউজ (সংগীত) শাখা অধীভূক্ত আছে। বেসরকারী কলেজ হিসাবে একমাত্র দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজ বি,মিউজ (সংগীত) বিভাগে শিক্ষা দান করা হয়। এখান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশের সেবায় নিয়োজিত। সংগীত বিভাগের অনেক ছাত্র-ছাত্রী ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতে সংগীত শাখায় ডিগ্রী অর্জন করেছে। অত্র কলেজ থেকে অনেকে বি, মিউজ ডিগ্রী অর্জন করে দেশের অনেক গুরুত্ব র্পূণ পদে অধিষ্ঠিত আছে। তারা নিরলস ভাবে সুষ্ঠু সংস্কৃতিক র্চ্চায় অবদান রেখে যাচ্ছে।
দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজ বেসরকারি পর্যায়ে বাংলাদেশের একমাত্র বেসরকারি সংগীত ডিগ্রি কলেজ। বর্তমান আকাশ সংস্কৃতির যুগে অত্র প্রতিষ্ঠান এদেশের ঐতিহ্যগত সংস্কৃতিকে ধারণ ও লালন করে আসছে। শত প্রতিকূলতার মাঝেও আমাদের এই সংস্কৃতির চর্চার মাধ্যমে এদেশের সংস্কৃতি অঙ্গঁনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের লক্ষ্য। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সংস্কৃতি চর্চা এক বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সংগীত শাখার পাশাপাশি অত্র কলেজে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে। শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতি গঠনে দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে। জ্ঞানী ও গুণীজনের পদচারণায় দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের প্রাঙ্গণ মূখরিত হয়ে উঠুক-এই কামনা করি।
হীতেন্দ্র নাথ রায়, অধ্যক্ষ
দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজ, দিনাজপুর
সহকারী অধ্যাপক
01717305275
Degree :
Training :
Blood Group : 0
সহকারী অধ্যাপক
01718066555
Degree :
Training :
Blood Group : 0