দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজে সবাইকে স্বাগতম

দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজ শহরের প্রাণ কেন্দ্র চক্ বাজারে অবস্থিত। কলেজ টি ১৯৭২ সালে স্থাপিত। উচ্চ মাধ্যমিক শাখায়  সংগীত, মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজে সংগীত শাখায় শিক্ষা দান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বি,এ - বি,এস,এস এবং বি,মিউজ (সংগীত) শাখা অধীভূক্ত আছে। বেসরকারী কলেজ হিসাবে একমাত্র দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজ বি,মিউজ (সংগীত) বিভাগে শিক্ষা দান করা হয়। এখান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশের সেবায় নিয়োজিত। সংগীত বিভাগের অনেক ছাত্র-ছাত্রী ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতে সংগীত শাখায় ডিগ্রী অর্জন করেছে। অত্র কলেজ থেকে অনেকে বি, মিউজ ডিগ্রী অর্জন করে দেশের অনেক গুরুত্ব র্পূণ পদে অধিষ্ঠিত আছে। তারা নিরলস ভাবে সুষ্ঠু সংস্কৃতিক র্চ্চায় অবদান রেখে যাচ্ছে।


 

 


 

 

[[একাদশ শ্রেণিতে ভর্তি ]]

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফরম পূরণ করতে ক্লিক করুন .....

                                             


 
  • MD ESTIAQUL ALAM CHOWDHURY

    Lecturer
    01712247340

    istiaqul@gmail.com

    Degree :

    Training :

    Blood Group : 0