দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর তথা সমগ্র উত্তর বঙ্গের একটি বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭২ সালে এই প্রতিষ্ঠানটি ব্যতিক্রম ধর্মী সংগীত বিভাগ দিয়ে প্রতিষ্ঠা লাভ করে। ওস্তাদ আবুল কালাম আজাদ, জনাব মো: সিদ্দিকুর রহমান, মরহুম এ্যাডভোকেট শাহ্ জামাল বিশ্বাস, মরহুম শাহ্ মাহতাব উদ্দীন (সংগী শিক্ষক) প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণের উদ্যোগে ১৯৬৯ সালে সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মরহুম এ্যাডভোকেট শাহ্ জামাল বিশ্বাস এঁর প্রচেষ্টায় ও জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন সাহেবের সহযোগিতায় রিকুইজিশনের মাধ্যমে কলেজটি ১৯৭৫ সালে জমিদার মনীন্দ্র নাথ রায় চৌধুরী সুদৃশ্য ত্রিতল ভবনটি কলেজ বরাবর হস্তান্তর করেন।
২০০১-২০০২ শিক্ষাবর্ষে কলেজটি ডিগ্রি পর্যায় অধিভূক্তি লাভ করে। অত্র কলেজ থেকে পাশ করে অনেক কৃতি ছাত্র-ছাত্রী দেশ-বিদেশের সাংস্কৃতিক অংগনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। যা আলোকিত সমাজ গঠনের পথে সহায়ক ভূমিকা হিসেবে প্রতীয়মান হয়।